ব্রেকিং নিউজ

Post Top Ad

February 12, 2021

গল্পঃ বড় ভাই (লেখকঃ মেহেদী হাসান বাপ্পী)

 


_এই শোন আজ না আমার ফ্রেন্ডস আর কাজিনরা আসবে, আমার জন্মদিন উপলক্ষে..!! __ওহহ আসুক সমস্যা কি..??? _আরো একটা ভালো খবর আছে আমার ছোট বোন আর তার জামাই অস্ট্রেলিয়া থেকে আসছে তারাও আজ আসবে..!! __ভালো খবর তো আসুক একসাথে ভালো দিন কাটবে..!!


_কিন্তু তোমার যে বড় ভাই দেখতে একদম ক্ষেত আমার বান্ধবীর সামনে বোনের সামনে আমাদের মান ইজ্জত কিছুই থাকবে না..! _হুমমম কি করা যায় বলতো..?? __বাসা থেকে বের করে দাও,,সারাদিন তো তোমার তা খায় আর পড়ে কোন কাজ কাম নাই কিছু দিন নিজে কামাই করে খাউক বুঝুক মজা..!!!

___এটা কি ঠিক হবে…??? __হুমমম এটাই ঠিক..??? _আমি পারবো না আমার বড় ভাই…!!


__আচ্ছা তাহলে থাকো তোমার ভাইকে নিয়ে আমি গেলাম…!! __আরে রাগ করো কেন..?? তুমি যা বলবে তাই ঠিক..!!আমার সোনা পাখি..! __হুমমম এবার যাও যা বলছি করো..!!


উপরের কথাগুলো ছিলো আমার ছোট ভাই ও তার বউয়ের..!! দরজার ওপাশে থেকে নিরবে কথাগুলো শুনেছিলাম..!! চোখের জল পড়ছিলো..!! কিছুক্ষণ পর… _ভাইয়া কথা ছিলো…..(ছোট ভাই) _হুমম ভাই বল……(আমি) _ভাইয়া আজ নিলার কাজিন আসবে আর ওর বান্ধবীরা আসবে আমাদের বাসায়..,, তারা অনেক ম্যাচিউরড অনেক ধনী..! “” তুমি তো ক্ষেত তাই তুমি কিছুূদিন ছোট বোনের বাসা থেকে বেরিয়ে আসো…..(ছোট ভাই)

__ওহহ আচ্ছা আগে বলবি তো ভাই..!! আমি গেলাম তোরা ভালো থাকিস..!!


আজ ছোট ভাইটা আমাকে ক্ষেত বলল! বলতেই পারে তারা ম্যাচিউরড বড়লোক! যিনি আমাকে কথাগুলো বলছে তিনি আমার আপন রক্তের ছোট ভাই..!” আজ থেকে আরো ১০ বছর আগে যখন এসএসসি পাশ করে কেবল ইন্টরে ভর্তি হইছি তখন জিবনের সবচেয়ে অন্ধকার দিন চলে আসে..!! সেই দিনটির কথা আজ মনে করে চোখের জল চলে আসে..!! আমার বাবা সেদিন স্ট্রো’ক করে মা’রা যায়..!!! মধ্যবিও পরিবারের সন্তান ছিলাম আমি..!! বাবা মা’রা যাবার কিছুদিন পর বাবার শোকে মা মা’রা যায়..!! মা’রা যাবেই না কেন..!! তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো…!!!


সেই শোকে মা পরপারে চলে যায়…!!আমার ছোট ভাই আর ছোট বোন ছিল..!”ভাইটা ছিলো সবার ছোট..!”সব দায়িত্ব পড়লো আমার উপর..!!কয়েকটা দিন গ্রামে কাটলাম তারপর দেখলাম গ্রামে থাকলে না খেয়ে মরতে হবে কোন উপায় না পেয়ে শহরে চলে আসলাম এক বন্ধুর বাবার সাহায্যে একটা বাসা ভাড়া করলাম..!!


সাথে একটা রিকশা চালানো শুরু করলাম..!!বোনটা সেবার ৮ম শ্রেণিতে পড়তো ওকে সেই ক্লাসে ভর্তি করলাম..!!আর ভাইটা পড়তো ৫ম শ্রেণিতে ওকেও ওর ক্লাসে ভর্তি করলাম..!!আমি আমার লেখাপড়া ছেড়ে দিয়ে ওদের মানুষ করতে উঠে পড়ে লাগলাম..!!বোন ও ভাই দুজনেই এ+ পেল..!”কিন্তু বোনটায় বৃওি পেল ভাইটায় পেলো না..!!তারপরো আমি সেদিন খুব খুশি ছিলাম যে এত প্রতিকূলতার মধ্যে তারা যে এত ভালো করবে আমি আশা করিনি..!!


তরপরো আমার উৎসাহ বেড়ে গেলো..!! দেখতে দেখতে বোনটা এসএসসিতে ও ইন্টারে এ+পেলো..!!ভার্সিটিতে চান্স পেলো বোনটা..! আমি আমার জিবনের সবটুকু দিয়ে ওদের লেখাপড়া করাতে লাগলাম দিনে ১৪_১৫ঘন্টা কাজ করে ওদের লেখাপড়ার সব খরচ জোগাতে লাগলাম কারন বাবা মায়ের সপ্ন ছিলো ওদের মানুষ করতে হবে যেহেতু বাবা মা ছিলো না তাই আমি নিজেই নিজের সবকিছু বিসর্জন দিয়ে ওদের মানুষ করতে লাগলাম..!!


ভইটাও কোন দিক দিয়ে পিছিয়ে ছিলো না..!!! সেও কুয়েটে চান্স পেয়ে ভালো ইন্জিনিয়ার হয়ে গেলো..!!আর বোনটা প্রইভেট ভার্সিটির লেকচারার হলো..!! বোনটাকে ভালো পরিবারের ছেলে দেখে বিয়ে দিয়ে দিলাম..!!আর ভাইটা নিজেই বিয়ে করে নিলো বড় লোকের মেয়েকে ৩ বছরের রিলেশন করে..!!অথচ আমি কিছুই জানতাম না তারপরো আমি খুশি ছিলাম কারন আমার ভাইতো ও যেভাবে খুশি থাকে আমিও খুশি..””আর উপরের যে কথাগুলো বলছে সে হলো আমার ছোট ভাইয়ের বউ..!!” বাসা থেকে বের হয়ে সোজা বোনের বাসায় চল গেলাম..!!বোনের বাসায় খুব একটা যাওয়া হয়না কারন তার শশুর বাড়ি অনেক বড় ভালো ফ্যামিলি তাছাড়া আমার বোনটা আমি গেলে কেমন জানি করে ভালো লাগে না হয়তো..!!বাসায় গিয়ে দরজায় নক করতে বোনের ছোট ছেলেটা এসে দরজা খুলে দিলো..!!! বললো মামা তুমি এসেছো.!! কি এনেছো আমার জন্য…!!


তুমি ভালো না পচা আমার ছোট মামা ভালো আমার জন্য অনেক মজা নিয়ে আসে..!!!কথাগুলো বলতেই সামনের দিকে তাইতে দেখি বাড়ি ভর্তি মেহমান..!!! নিজেকে খুবই অপমানিত মনে হলো..!!কারন আজ আমি বেকার..!! কোন কাজ করতে পারি না…!!! নিজেই বাসা থেকে বের হয়ে আসতে লাগলাম তখন পিছন থেকে বোন ডাকতেছে আমি শুনতেছি কিন্ত পিছনে তাকাতে ইচ্ছে করে না..!! হাটতে হাটতে আনমনে রাস্তার মাঝখানে চলে আসলাম..!!




No comments:

Post a Comment

Post Top Ad