ব্রেকিং নিউজ

Post Top Ad

May 22, 2021

স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

পুরোনো ছবি


সিলেটের বিশ্বনাথে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে জুবায়ের আহমদ (৫০) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 


স্থানীয়রা জানিয়েছেন, গ্রেপ্তার ওই ইমাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।


জানা গেছে, তিন সন্তানের বাবা জুবায়ের আহমদ দীর্ঘদিন ধরে মাইজগ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে চাকরি করে আসছিলেন। এ সময় স্থানীয় দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২৪ মার্চ অপ্রাপ্তবয়স্ক ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান ইমাম জুবায়ের। এ ঘটনার এক মাস পর গত ২৬ এপ্রিল জুবায়ের আহমদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় অপহরণ মামলা দায়ের করেন স্কুলছাত্রীর বাবা।


পুলিশ জানায়, ওই স্কুলছাত্রীর বাবার দায়ের করা অপরহণ মামলার পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) এমরুল কবিরের নেতৃত্বে আজ শনিবার অভিযান চালিয়ে জুবায়ের আহমদকে গ্রেপ্তার ও তার সঙ্গে থাকা স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।


বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘অভিযুক্তকে আজ দুপুরে সিলেটের আদালতে এবং ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে

No comments:

Post a Comment

Post Top Ad