![]() |
ফাইল ছবি |
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় গাঁজা সেবনের কালে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক গাড়িচালককে আটক করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা গাঁজা বিক্রেতাকেও আটক করে।
রোববার (৩০ মে) রাবির চারুকলা বিভাগের আমবাগান এলাকা থেকে তাদের ৩জন কে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক কৃত তিন ব্যক্তি হলেন-রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দফতরের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নূর রায়হান, গাড়িচালক আবদুল হালিম ও গাঁজাবিক্রেতা মো. শুভ্র। গাঁজা বিক্রেতার বাড়ি নগরের মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায়।
পুলিশের ভাষ্য, হাতেনাতে গ্রেফতারের পরও তারা বিষয়টি অস্বীকার করায় চন্দ্রিমা থানা পুলিশের পক্ষ থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডোপ টেস্ট করানো হয়। স্বাস্থ্য পরীক্ষায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীর শরীরে মাদকের উপস্থিতির প্রমাণ মিলেছে।
তিনি আরও বলেন, ‘কর্মকর্তা ও চালককে আটকের বিষয়টি লিখিত আকারে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে।’
জানতে চাইলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ‘বিষয়টি গতকাল (রোববার) চন্দ্রিমা থানা পুলিশের মাধ্যমে অবগত হয়েছি। পুলিশ তাদের মতো ব্যবস্থা নিয়েছে, আমরাও আমাদের মতন করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।
পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ওই তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।
No comments:
Post a Comment