ব্রেকিং নিউজ

Post Top Ad

June 01, 2021

রাজশাহীতে করোনা সংক্রমন বাড়ছে, কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু ১১ জনের

ফাইল ছবি



রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু যেন থামছেই না। দিন দিন এই করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। 


সোমবার (৩১ মে) রাত ৩টা থেকে মঙ্গলবার (১ জুন) বেলা ১১টা পর্যন্ত সময়ের মধ্যে মারা যায় আরও ১১ জন ।


 

এর আগে গত শনিবার (২৯ মে) থেকে রোববার (৩০ মে) পর্যন্ত হাসপাতালের এই করোনা ইউনির্টে ১২ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে মঙ্গলবার(১ জুন) সকাল পর্যন্ত করোনা ইউনিটে ২১৫ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ৯১ জন। বাকিরা করোনা উপর্সগ নিয়ে ভর্তি হয়েছেন।


এই কয়েক ঘণ্টার ব্যবধানে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকার মজিজন বিবি ও অপরজন হলেন চাঁপাইনবাবগঞ্জের মাহাতাব হোসেন।


করোনার উপর্সগ নিয়ে মারা যাওয়া বাকি ৯ জন হলেন- রাজশাহী নগরীর কাটাখালী এলাকার মনজুরা, নাটোরের জমসেদ, কামাল খান, শাহাবুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের সোনাভান বিবি, শিরিনা বেগম, নাজমা বেগম এছাড়াও নওগাঁর আরেকা খানম ও মাজেদ ।




No comments:

Post a Comment

Post Top Ad