ব্রেকিং নিউজ

Post Top Ad

June 13, 2021

বান্দরবানে ৪০ ক্যান বিয়ারসহ ২ জন আটক




অনলাইন ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

 

রোববার (১৩ জুন) ভোর রাতের দিকে পুলিশের অভিযানে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ঘোনারপাড়া এলাকা থেকে ২জন কে আটক করা হয়।


আটককৃতরা হলেন; মিজান (২৪) এবং জাফর আলম (৪৯)। 

 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন; ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০টি বিয়ারের ক্যান জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।


এই অভিযানে ব্যাটারিচালিত একটি পুরাতন অটোরিকশা তাদের কাছ থেকে জব্দ করা হয় যার মূল্য ৯০ হাজার টাকা।


আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad