ব্রেকিং নিউজ

Post Top Ad

June 24, 2021

মানব সেবাই তরুণ প্রজন্মের আরেক দফায় ২শতাধিক ফুলের গাছ রোপণ


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে (সেচ্ছাসেবী সংগঠন) মানব সেবাই তরুণ প্রজন্মের ২য় দফায় দুই শতাধিক ফুলের গাছ রোপন করেন সেচ্ছাসেবী সংগঠনের তরুণ সদস্যরা।


গত কাল (২৩-০৬-২১) বুধবার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজল দিঘির (কোপরা) ও রাস্তার ধারে সারি সারি করে ২শতাধিক ফুলের গাছ রোপন করা হয়। 


গাছ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলে; মো:সুজন আলি সাবেক সহ-সভাপতি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো:শাহাদাত হোসেন,সাব্বির হোসেন সনি,আবু রায়হান,রনি,শরিফ,মবিনুল,মোহম্মদ ও তরুণ প্রমুখ।


সংগঠনের সদস্য সচিব আব্দুল আহাদ বলেন; আমাদের ফুলের গাছ রোপন কর্মসূচি এটি ২য় দফা, প্রথম দফায় আমরা লোকমান হাকিম ব্রিজের দুই ধারে ফুলের গাছ রোপন করেছিলাম, আর গত কালকে কাজল দিঘি (কোপরা) ও রাস্তার ধারে ২শত গাছ রোপন করেছি। ফুলের গাছ রোপনে রাস্তার পরিবেশের একটা নতুন রুপ পেয়েছে এবং সকলের ভালো লাগছে অনেকে গিয়ে বসছে আনন্দের সাথে। এবং আমাদের ফুলের গাছ রোপন কর্মসূচী অব্যাহত রয়েছে।


ছাত্রনেতা মো:সুজন আলি বলেন; আমি সংগঠনটির সঙ্গে অনেক আগে থেকে যুক্ত আছি,এবং সংগঠনটির সেচ্ছাসেবী কর্মকান্ড গুলো আমার ভালো ভাগে। তাদের প্রচেষ্টার জন্য আমি সাধুবাদ জানায়। এবং আমি চেষ্টা করবো যেন তারা আগামীতে আরো ভালো কিছু করতে পারে।


সংগঠনের সদস্যরা, মহামারি করোনায় সকল দেশবাসীর সুস্থতা কামনা করে এবং সকল কে সামাজিক দুরত্ব বজায় ও মাস্ক পরিধানে উৎসুক হওয়ার আহব্বান জানান।


No comments:

Post a Comment

Post Top Ad