ব্রেকিং নিউজ

Post Top Ad

June 05, 2021

নেত্রকোনায় ৬ টি গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা; পুলিশসহ অর্ধশতাধিক আহত




নেত্রকোনার মদন উপজেলার পল্লীতে দীর্ঘ দিনের ঝামেলাকে কেন্দ্র করে আজকের সংঘর্ষ সৃষ্ট হয়। ঘটনায় ৬ টি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে নিয়ে দুই পক্ষ সংঘর্ষে নামে কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলে সংঘর্ষ  বাধা হয়ে দাঁড়ায়। 


শনিবার সকালে ৬ টি গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয় শত শত মানুষ। ওই সময় বৃষ্টি থাকায় অস্ত্রে সজ্জিত লোকজন বিভিন্ন স্থানে অবস্থান করেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।


সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১১ রাউন্ড গুলি ছুড়লে লোকজন চলে যায়। এ সময় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাউসা গ্রামের মানিক মিয়া জনতা বাজারের ২ শতাংশ ভূমি একই ইউনিয়নের মাখনা গ্রামের ফৌজদার মিয়ার কাছে বিক্রি করে দেয়। ফৌজদার মিয়া ক্রয়কৃত ভূমিতে দোকানঘর নির্মাণ করায় মানিক মিয়ার টিনসেড, ফৌজদার মিয়া ও শান্তু মিয়ার নব-নির্মিত আধপাকা দোকানঘর ভেঙে ফেলে বাজার কমিটি ও এলাকাবাসী। 


এ ঘটনায় মাখনা গ্রামের ফৌজদার মিয়ার ছেলে সোহেল খান বাদি হয়ে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে বাজার কমিটির সভাপতি আজিজুল হকসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরই জেরে নোয়াগাও, বাউসা, তালুককানাই আলমশ্রী, সোনাখালী গ্রামের লোকজন মাখনা গ্রামের সাথে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সিংহের বাজারের পাশে গৌরার হাওরে সংঘর্ষে লিপ্ত হয়।



মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, আধিপত্য বিস্তারের জন্য উভয়পক্ষের লোকজন সংঘর্ষের ঘোষণা দেয়। শনিবার উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad