ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খুরশিদ মহল সেতুর ওপর বালুবাহী ড্রামট্রাকের চাপায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৭ জুন) সকালে উপজেলার খুরশিদ মহল সেতুর ওপর বালুবাহী ড্রামট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুরশিদ মহল গ্রামের মানিক (৩৩) ও মাসুম (১৭)।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে দুর্ঘটনার পর পরই ড্রামট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো চরাঞ্চল থেকে আজ সকালে গরুর ঘাস আনতে যাচ্ছিল মানিক ও মাসুম। তাঁরা খুরশিদ মহল সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা বালুভর্তি একটি দ্রুতগতির ড্রামট্রাক দুজনকেই চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
No comments:
Post a Comment