জয়পুরহাট সদর থানার চকবরক পুলিশ ফাঁড়ীর গোপন সংবাদের ভিত্তিতে, মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজাসহ ০১(এক) নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন,মোসা: রুবী বেগম (২৫), পিতা- মো: তোফাজ্জুল হক, গ্রাম পশ্চিম কড়িয়া সাতবাড়ীয়া, রসুলপুর ইউনিয়ন, পাঁচবিবি থানা জয়পুরহাট।
আজ সকালে (১৪) তারিখ,চকবরক পুলিশ ফাঁড়ীর এস আই মো:শুকুর আলী জানান; গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াতৈর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র এর সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে একটি যাত্রীবাহী অটোভ্যান তল্লাসী চালায়, তল্লাসি চলা কালিন অবস্থায় এক মহিলা যাত্রীর কাছ থেকে ২কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো- মোছাঃ রুবী বেগম(২৫), পিতা-মোঃ তোফাজ্জল, গ্রাম-পশ্চিম কড়িয়া(সাতবাড়ীয়া), ইউনিয়ন-আয়মা রসুলপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে অভিযুক্ত আইনে মামলা রুজ করা হয়েছে এবং আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।
No comments:
Post a Comment