ব্রেকিং নিউজ

Post Top Ad

June 02, 2021

মানব সেবাই তরুণ প্রজন্মের উদ্যোগে রাস্তার ধারে ২ শত ফুলের গাছ রোপণ



মানব সেবাই তরুণ প্রজন্ম (একটি সেচ্ছাসেবী সংগঠন) এর উদ্যোগে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লোকমান হাকিম ব্রিজের মেন রাস্তার দুই পাশে ২শতাধিক ফুলের গাছ রোপণ করেছে কিছু তরুণ।


আজ ০২/০৬/২১ বুধবার তরুণদের আয়োজনে সেচ্ছায় মেন বাঙ্গাবাড়ী লোকমান হাকিম ব্রিজের মেন রাস্তার দুই ধারে ২ শতাধিক ফুলের গাছ রোপণ করে।


পিওর আম পেতে যোগাযোগ করুন


মানব সেবাই তরুণ প্রজন্ম সংগঠনের সদস্য সচিব আব্দুল আহাদ বলেন; পরিবেশের সৌন্দর্য বাড়াতে আমাদের আজকের এই আয়োজন। হালকা পরিসরে আজকে আমরা দুইশত ফুলের গাছ রোপণ করলাম আগামী কয়েক দিনের মধ্যে আরো কিছু ফুলের গাছ রোপন করব ব্রজনাথপুর রাস্তা পর্যন্ত।


তরুণদের এই উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ ও উৎসাহ প্রদান করেছে। এলাকার লোকজন অনেক খুশি এই উদ্যোগে কারণ, রাস্তার দুই পাশে ফুলের গাছ হলে দেখতে ভালো লাগবে এবং অন্যরকম একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে।




No comments:

Post a Comment

Post Top Ad