রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে এক আম বাগানে, একসঙ্গে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নারী ঘটনাস্থলেই মারা যান ও আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার বিকেলে চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
চারঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহমেদ বলেন, সোমবার বিকেল চক কাপাশিয়া গ্রামে দিকে ঝড়বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বৃষ্টি থামার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত দুই নারী হচ্ছেন চক কাপাশিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও কাবিল আলীর স্ত্রী আলিয়া বেগম (৬০)। তারা দুজন ঘটনাস্থলেই মারা গেছেন।
ও মাহফুজ আলীর ছেলে সোহান (১০) ও মো. জনির ছেলে পরশ আলী। হাসপাতালে নিয়ে যাবার পরে মারা গেছে
তাদের সবার বাড়ি একই গ্রামে। ও আহত দুজন হচ্ছে উকিলের ছেলে ভুট্টু (১৮) ও আজম আলীর ছেলে জীবন (৮)। এ দুই জন মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।




No comments:
Post a Comment