ব্রেকিং নিউজ

Post Top Ad

June 04, 2021

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু




চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। 


শুক্রবার (৪ জুন) বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোযাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি জানান, দুপুরের পর ওই এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মা তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


নিহতরা হলেন- পাঁচরশিয়া এলাকার রানা ইসলামের স্ত্রী মোসাম্মাৎ এনি খাতুন (২৬) ও তার ছেলে নুর মোহাম্মদ (৫)।


এদিকে দুইজনের মৃত্যু নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।




No comments:

Post a Comment

Post Top Ad