ব্রেকিং নিউজ

Post Top Ad

July 04, 2021

চলমান লকডাউনে পুলিশের মোটরসাইকেল জব্দ করলো পুলিশ

 



চাঁপাই প্রতিদিন ডেস্কঃ সারা বাংলাদেশে কঠোর লকডাউনের বিধিনিষেধের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলাবাহিনী। দেশের সব খানে প্রতিটি চেকপোস্টে যাচাই করা হচ্ছে অযথা বের হওয়ার কারণ সঙ্গত কারণ হলে ছাড় দেওয়া হচ্ছে। অযথা বের হলে মামলা কিংবা জব্দ। রেহাই পাচ্ছেন না কেও।


আজ (০৪-০৭-২১) রোববার বেলা ১১টার দিকে নগরের আমতলার মোড়ে চলমান চেকপোস্টে পুলিশ পরিচয় দিয়েও এক ব্যক্তি রক্ষা পাননি। তার মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।



বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন; নিয়মিত চেকপোস্টে একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি সেখানে হাজির হন। কঠোর বিধিনিষেধে তাদের ঘর থেকে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে আরোহীর একজন নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন। তার নাম কামরুজ্জামান, পদবি এএসআই বলে জানা যায়।


তবে ওই সময়ে তার ডিউটি ছিল না এবং পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকী তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad