ব্রেকিং নিউজ

Post Top Ad

July 19, 2021

‘বাঙ্গাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন’ সেচ্ছাসেবী সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

 




নিজস্ব প্রতিবেদক: গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে "বাংগাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন " সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গরিব, দুঃস্থ,ভূমিহীন পরিবার গুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।


আজ ১৯/৭/২১ সোমবার বিকেল ৪ টায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের ৯টি ওয়াডে মোট ৬০ টি পরিবারের মধ্যে এ সব ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন উদ্দোক্তা মোঃমোস্তাকিম, সদস্য- সাকিল,জুলকার,সিজার আলি,জুলি,সুলতানা,রাজিব,বাসির,মোম্মদআলি ছারাও আরো অনেকেই। 


গ্রুপটির উদ্দোক্তা মোঃমোস্তাকিম বলেন- মানুষ মানুষের জন্য,আমরা সবাই যেন সবার সহযোগিতা তায় এগিয়ে আসতে পারি , তাই এবারের ঈদ আনান্দ সবার মাঝে ভাগাভাগি করার জন্য আমরা বাংগাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন গ্রুপের পক্ষ থেকে গরিব মানুষের জন্য এই আয়োজন করেছি।এবং যারা এই মহান উদ্যোগটি বাস্তবায়নের জন্য বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 


তিনি আরো বলেন- বাংগাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন ভবিষ্যতে এমন আরো অনেক প্রগ্রাম বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এজন্য সবার সুদৃষ্টি এবং সাহায্য কামনা করছি।  


এদিকে সংগঠনের অন্যতম সদস্য মো: সিজার আলি চাঁপাই প্রতিদিন ২৪ কে বলেন; মহামারি করোনায় অনেকের কর্মজিবন বাধা গ্রস্থ, অনেকেই দুঃসহ জিবন পরিচালনা করছে। এবার ঈদে তাদের মুখে একটু হাসি ও আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের সংগঠনের এই আয়োজন। আগামীতেও আমাদের এই উদ্দ্যোগ চলমান থাকবে বলে তিনি ব্যাক্ত করেন।

No comments:

Post a Comment

Post Top Ad