ব্রেকিং নিউজ

Post Top Ad

July 30, 2021

কবিরাজের ভুল চিকিৎসায় এক প্রতিবন্ধী নারীর মৃত্যু

 



নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে এক কবিরাজের চিকিৎসা ভাস্য শুনে, মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে সৎ বাবা ও ভাই মিলে পানিতে চুবানোর কারনে, লিপি আক্তার (২৬) নামের মৃত্যু হয়েছে।



বৃহস্পতিবার (২৯ জুলাই) আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এমন ঘটনা ঘটেছে। অত্যপর পুৃলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


এ ঘটনায় পুলিশ সৎ বাবা আজহার মিয়া ও ভাই আল আমিনকে আটক করেছে পুলিশ।



সদর মডেল থানার (ওসি) শাহ জামান বলেন; মৃত লিপি আক্তার একজন মানুষিক প্রতিবন্ধী। তাকে সুস্থ করার লক্ষে কবিরাজের কাছে নিয়ে যান। ঐ সময় কবিরাজ বলেন লিপিকে সুস্থ করার জন্য সারা দিনে ১০১বার পানিতে ডুব দিতে হবে,তবেই সুস্থ হয়ে উঠবে।



গ্রামবাসী বলেন; গত কদিন থেকেই লিপির বাবা ও ভাই মিলে তাকে সারাদিন পানিতে ডুব মারিয়ে নিচ্ছে। এরই অংশ ধরে বৃহস্পতিবার লিপিকে একই কাজের জন্য বলা হলেও সে যেতে নারাজ ছিলো। তবুও সৎ বাবা ও ভাই মিলে তাকে পানিতে চুবাচ্ছিলো এবং এক পর্যায় লিপি পানিতেই মারা যান।




বিষয় টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বাবা ও ছেলে পালিয়ে যায়। পরে ঐ এলাকায় অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে আটক করা হয়। আর নির্দেশ দাতা কবিরাজকেও আটকের অভিযান অব্যাহত রেখেছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

No comments:

Post a Comment

Post Top Ad