নিজস্ব প্রতিবেদক: গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে সন্তোষপুর এলাকায় ‘সন্তোষপুর ব্লাক ডাইমন্ড সাহায্য সংস্থার’ পক্ষ থেকে মাস্ক বিতরন ও জন সাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণা চালানো হয়েছে।
(০৭-০৭-২১) বুধবার বিকেল ৫টার সময় বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বড় বাজার থেকে গ্রামীণ ব্যাংক পয়ন্ত সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ ও জনসচেতন মূলক প্রচার প্রচারণা কর্মসূচী পালিত হয়েছে।
মাস্ক বিতরন ও সচেতন মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন; মো: সিজান আলী (সভাপতি সন্তোষপুর ব্লাক ডাইমন্ড সাহায্য সংস্থা), মো: আলী হাসান (সাধারন সম্পাদক সন্তোষপুর ব্লাক ডাইমন্ড সাহায্য সংস্থা ), মো: মিজানুর রহমান নয়ন (যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষপুর ব্লাক ডাইমন্ড সাহায্য সংস্থা ), সহ উপস্থিত কমিটির সকল সদস্য ও বাঙ্গাবাড়ী মুক্ত স্কাউট গ্রুপের সদস্যগণ।
সংস্থার সাধারন সম্পাদক আলি হাসান বলেন; বর্তমান করোনায় সংক্রমন হু হু করে ঊদ্ধগতির দিকে বেড়ে চলেছে সে লক্ষে আমাদের হালকা পরিসরে সচেতনত মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ।
তিনি আরো বলেন; সকলে একে অপরের দুরত্ব বজায় রেখে চলবেন সুরক্ষা সামগ্রী মাস্ক ব্যবহারে আগ্রহী হবেন।
No comments:
Post a Comment