ব্রেকিং নিউজ

Post Top Ad

October 10, 2022

খলনায়ক || সুহিতা সুলতানা


ভো‌রের জানালা খু‌লে দেখি দৃশ্যমান পথের ওপর খলনায়কের ছায়া! মরা বাঁচার পৃ‌থিবী‌তে স্তব্ধ হ‌য়ে আছে জল। বিশ্বাস ও দি‌ব্যি রেখা টান‌তে টান‌তে খু‌লে পড়ে‌ছে আল‌জিভ।


সে‌কি মানুষ না অভিশপ্ত শহ‌রের নিয়ন্ত্রণহীন ‌রোবট?না হলুদ বিবর্ণ ঘা‌সের ভেতর থে‌কে উঠে আসা বাজপা‌খি? 


সে কি আস‌লে? আজ আর কেউ তা‌কে পেছন থে‌কে ডা‌কে না। হা‌তের তালু‌তে উঠে নাচতে থা‌কে ভ‌বিষ্যৎ!শর‌তের এমন দি‌নে যে হাওয়ায় উড়ি‌য়ে‌ছে পূর্ণতা সম্ভ্রম তৃষ্ণার্ত জ‌লের কাতরতা শুধু তার জন্যই  এ দ্রাক্ষাবন? 


বিশ্বা‌সের ভেত‌রে ঢু‌কে গে‌ছে ছলনার জাল বারবার ভুল ক‌রে যারা আগুন ছুঁ‌য়ে দ্যা‌খে তারা কার সহচর? অসম‌য়ে ঘুম ও যাতনার ভেত‌রে স্পর্ধা শুদ্ধতার রঙ চটা ভো‌রে শি‌শির বিন্দুর ম‌তো ঝ‌রে যে‌তে চায়। 


আলোর ম‌তো আলো হ‌য়ে স্বপ্ন দে‌খে যারা তারা ক্যা‌সি‌নো সম্রাট‌ ছিল একদা। একরকম স‌ন্দেহ থে‌কে ঘোর সন্ধ্যায় পাপ ও পত‌নের ছায়ার ওপর কার মুখ আলো হ‌য়ে জ্বলে?


কবি,সুহিতা সুলতান

৩ অ‌ক্টোবর ২০২২

ঢাকা



No comments:

Post a Comment

Post Top Ad