ব্রেকিং নিউজ

Post Top Ad

October 05, 2022

‘পুরাই শাকিব খানের কপি’ -চাঁপাই প্রতিদিন ২৪

 


চোখে চশমা, মাথায় হুডিতে স্টাইলিস্ট ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিলেন শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খান বীর। বীরের মাঝে শাকিব খানকে খুঁজে ফিরছেন ভক্তরা, অনেকে মন্তব্যের ঘরে লিখছেন, ‘পুরাই শাকিব খানের কপি’



জন্মের আড়াই বছর পর তাকে প্রকাশ্যে এনেছেন বুবলী, প্রকাশ্যে আসার পরই তারকা বনে গেছে সে

জন্মের আড়াই বছর পর তাকে প্রকাশ্যে এনেছেন বুবলী। 



 তার নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, হু হু করে ফলোয়ার বাড়ছে বীরের। এক লাখের বেশি ফেসবুকার তাকে অনুসরণ করছে।


No comments:

Post a Comment

Post Top Ad