চাঁপাই প্রতিদিন ডেস্কঃ কাতার বিশ্বাকাপই শেষ তার পর আর বিশ্বকাপে দেখা যাবে না লিওনেল মেসিকে। বাম পায়ের জাদুকর স্বয়ং নিজের ভবিষ্যতের কথা জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার ঝড় শুরু হয়েছে ভক্তদের মাঝে।
লিও বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তবে প্যারিস সাঁ জাঁ নাকি বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে বিশ্ব ফুটবলের রাজপুত্রকে, তা এখনও স্থির করেননি এলএম১০। ২০২৩ সালে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন মহাতারকা।
সুত্র খবর ডেইলি মেইল।
আর্জেন্টাইন ফুটবল সংস্থার তরফ থেকে স্থির করা হয়েছে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দল ডিয়েগো ম্যারাডোনার ছবি পকেটে রাখা হবে। মেক্সিকো বিশ্বকাপের মহানায়ককে শ্রদ্ধা জানানোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর কাতার বিশ্বকাপ শুরুর আগেই ম্যারাডোনার সুযোগ্য শিষ্য মেসি জানিয়ে দিলেন, এই বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।
আগের বিশ্বকাপগুলোতে ব্যর্থ হলেও ২০২২ বিশ্বকাপ দিয়েই নতুন গল্প লিখতে চান মেসি। আর্জেন্টাইন সমর্থকেরাও আছেন এমন কিছুর অপেক্ষায়। সাম্প্রতিক পারফরম্যান্সও আশার পালে হাওয়া দিচ্ছে। মেসির নেতৃত্বে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আকাশি-নীলরা।
মেসির নেতৃত্বে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আকাশি-নীলরামেসির নেতৃত্বে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আকাশি-নীলরা
তাই এবার ফুটবল বিশ্লেষকদের অনেকেই মেসির হাতেই দেখছেন বিশ্বকাপের শিরোপা।
No comments:
Post a Comment