ব্রেকিং নিউজ

Post Top Ad

May 30, 2021

রাজশাহীতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও গ্রেফতার ১জন


রাজশাহীর বাঘা থানার হরিরামপুর এলাকায় মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে একটি ‘রানার ডিলাস্ক 80 সিসি’ চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এবং চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। সি সি টিভির ফুটেজ দেখে চুরি যাওয়া গাড়ী ও চোর সনাক্ত করে।


ঘটনাসূত্রে জানা যায়, গত ২৯ মে দুপুর আনুমানিক ২টার দিকে মোঃ রুবেল আলীর কাজ শেষ করে। মতিহার থানার চরশ্যামপুর তার বাড়ির সিড়ি ঘরের নিচে ‘রানার ডিলাস্ক 80 সিসি’ মোটরসাইকেল লক করে রেখে বাড়ির ভেতরে যায়। এরপর ঘটনার দিন সন্ধ্যা ৬ টায় সে ব্যবসায়ি কাজে বাড়ি থেকে পুনরায় বেড় হয়ে দেখে সিড়ি ঘরের নিচে রাখা মোটরসাইকেলটি নাই। মোটরসাইকেলটি সেখানে না পেয়ে সে আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বুঝতে পারেন যে, তার মোটরসাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে গেছে।


গ্রেফতারকৃত আসামী মোঃ সালাউদ্দিন সজলের (৩০) কাছ থেকে চোরাই ‘রানার ডিলাস্ক 80 সিসি’ মোটরসাইকেল উদ্ধার করা হয়।


পরবর্তীতে মোঃ রুবেল আলী মতিহার থানায় একটি মোটরসাইকেল  চুরির মামলা করেন।


উক্ত চুরির মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহাবুল ইসলাম সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর মোঃ সালাউদ্দিন সজলকে সনাক্ত করেন । পরবর্তীতে এসআই মোঃ শাহাবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধরমপুর এলাকা থেকে সজলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সজল মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে রাজশাহীর বাঘা থানার হরিরামপুর এলাকার মোঃ আব্দুস সালামের বাড়ি হতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, আসামী সজলের বিরুদ্ধে মতিহার ও মোহনপুর থানায় ৬ টি মামলা রয়েছে। আসামী সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad