ব্রেকিং নিউজ

Post Top Ad

May 31, 2021

চট্টগ্রামে নামাজ পড়া অবস্তায় এক মুসল্লির মৃত্যু : লাশ পেছনে রেখে নামাজ আদায়

ছবি: সংগৃহীত 



চট্টগ্রামে সন্দ্বীপে মসজিদে সুন্নাত নামাজ পড়ার সময় হঠাং ঢলে পরে এবং এক মুসল্লির মৃত্যু হয়। মুসল্ললিরা মৃত্য ব্যাক্তির লাশ পেছনে রেখেই বাকী নামাজ আদায় করেন। 


এই সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


জানা যায়, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘরওয়ালার মসজিদে রোববার বিকেল ৫টার দিকে আসরের নামাজের সময় এ ঘটনা ঘটে।


মৃত ব্যাক্তি মো. হানিফ ওই এলাকার আব্বাস মোল্লার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর।


হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো.মাকসুদ আলম।


মাকসুদ আলম বলেন, ‘হানিফ ভাই আসরের সুন্নাত নামাজ পড়ার সময় হঠাৎ ঢলে পড়েন। এসময় ডাক্তার ডেকে আনলে তিনি পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হানিফ ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন।


‘এলাকার সবাই উনাকে অত্যন্ত পছন্দ করতেন এবং অনেক সহজ সরল মানুষ ছিলেন। রোববার রাত ৯ টার দিকে হানিফের নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।’

No comments:

Post a Comment

Post Top Ad