ব্রেকিং নিউজ

Post Top Ad

May 24, 2021

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রায় দুই তরুণ



সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা করেছে দুই তরুণ। একজনের নাম মো: সাজিদ হোসেন ও দ্বিতীয় জনের নাম মো: ওবায়েদ আলী। দুই তরুণের বাড়ি রংপুর জেলায় অবস্থিত। তারা দুজনই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।


সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো জিরো পয়েন্ট থেকে তারা টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু করে । 


  • গণপরিবহন ছাড়া সাইক্লিং করি, সবুজ বাঁচাই দেশ বাঁচাইসহ আরও বেশ কয়েকটি প্রতিপাদ্য নিয়ে তারা ১০ দিনের সফরে বের হয়েছেন। নিতান্ত সখের বসেই সাইক্লিং করছে ওই দুই তরুণ।


তারা জানায়, তাদের স্বপ্ন ছিল সাইকেল নিয়ে দেশ ঘোরা। এই স্বপ্নকে বাস্তবায়ন করতেই তারা তেতুলিয়া থেকে টেকনাফ যাত্রা করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad