ব্রেকিং নিউজ

Post Top Ad

May 23, 2021

ফরিদপুরে বিকাশ প্রতারণার অভিযোগে ১১ জন গ্রেফতার


ফরিদপুরে বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজ রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা এ তথ্য জানান।


সংবাদ সম্মেলনে জামাল পাশা জানান, অভিযোগের ভিত্তিতে আজ রবিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ও পল্লীবেড়া থেকে ‘বিকাশ প্রতারক চক্রের’ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকট থেকে ৩২টি মোবাইল ফোন সেট, ৫৮টি বিভিন্ন কম্পানির মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।


তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাঙ্গা থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কুমার কর্মকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad