উজ্জ্বল রায়, নড়াইল জেলা: নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে প্রতিনীয়ত গাঁজাসহ মাদক ব্যবসায়ী পুলিশের খাচাঁয় আটক হলেও থামছে না মাদক ব্যবসা।নড়াইল জেলার চার পাসেই ব্যাঙের ছাতার মত গর্জে উঠেছে মাদক ব্যবসা।
এদিকে সুশিল সমাজের কথা এতো মাদক ধরা পড়ছে তার পরেও কেন, কি কারনে নড়াইল থেকে মাদক নির্মুল হচ্ছেনা এটা রয়েছে ধোয়াসা।নড়াইল জেলা থেকে মাদকের শিকড় সহ উফড়ে ফেলতে নড়াইল বাসি নড়াইল জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।
আজ সকাল ১১:৩০ টার সময় নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে, গোয়েন্দা পুলিশ ডিবির ওসি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর পৌরসভার ভওয়াখালী গ্রামে গাঁজা বিক্রয়ের সময় মোঃরাজু আহমেদ (২২), পিং মোঃ আরশেদ মন্ডল, সাং-কাশিপুর,থানা- জীবননগর জেলা চুয়াডাঙ্গা কে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ ডিবি।
আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
No comments:
Post a Comment