![]() |
ফাইল ছবি |
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, আম চাষীরা যেন কোন ক্রমেই হয়রানীর শিকার না হন, সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। চলতি মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবেন, তাদের জান মালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের ওপর সব কিছু ছেড়ে দিলে হবে না, আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী সহ উপজেলার আম চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বুধবার বেলা ১১টায় আমের রাজধানীখ্যাত নওগাঁর সাপাহার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে আম বাজারজাতকরণ ও সংশ্লিষ্ট বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি কথাগুলো বলেন।
No comments:
Post a Comment