ব্রেকিং নিউজ

Post Top Ad

May 19, 2021

মোহাম্মদপুরে র‌্যাব-২ অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার

 


রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


বুধবার বিকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাকিব হোসেন, মো. শাহাদাত, মো. শাহিন, মো. আলামিন, মো. শরীফ শিকদার, মো. জিদান ওরফে হিরা, মো. আবির হোসেন শাকিল, মো. রাশেদ এবং মো. আকাশ। তাদের কাছ থেকে দুইটি চাঁনকুড়াল, তিনটি ড্যাগার এবং চারটি ছুরি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর দল গতকাল মঙ্গলবার বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বীর উত্তম এ এন এস নুরুজ্জামান সড়কের স্বপ্ননীল হাউজিং (বাঁশবাড়ী) এবং গ্রীন ভিউ হাউজিং এলাকা থেকে কিশোর গ্যাংয়ের নয়জন সদস্যকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, এই কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং গ্রুপ-‘লেভেল হাই’,‘টক্কর ল’ এবং ‘মুখে ল’ গ্রুপের সদস্য। তারা বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত।


গ্রেপ্তারকৃত কিশোর অপরাধীরা স্বীকার করে যে, ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত রয়েছে। তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও তারা জড়াতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



No comments:

Post a Comment

Post Top Ad