রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্ত-সংশ্লিষ্টরা।
বুধবার (১৯ মে) বিকেলে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মিরপুর-২ (জি-ব্লক, বাড়ি-১৯. দ্বিতীয় তলা) থেকে মাহমুদুল হক রকি (২৫) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় এবং আমরা ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় মাহমুদুলসহ চারজন ভাড়া (মেস) থাকতেন। মাহমুদুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। অন্যান্যরা ঈদে গ্রামের বাড়ি চলে গেলেও মাহমুদুল একাই ঢাকায় ছিলেন।
মঙ্গলবার (১৮ মে) রাতের কোনো এক সময় জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বুধবার জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রকির বাড়ি মাগুরা সদর উপজেলায়। তার বাবার নাম এ কে এম রেজাউল হক।
চিরকুটে তিনি লিখেছেন, ২৬ বছরেও কিছু করতে পারলাম না। এ ছাড়া আরও বেশকিছু সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি।
No comments:
Post a Comment