ব্রেকিং নিউজ

Post Top Ad

June 11, 2021

দিনাজপুরের মেয়েকে বিয়ে করলেন রেলমন্ত্রী, পাত্রী পেশায় আইনজীবী

শাম্মী আকতার মনি ও নূরুল ইসলাম সুজন



দিনাজপুরের বিরামপুরের মেয়ে অ্যাডভোকেট শাম্মী আকতার মনি কে বিয়ে করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 


গত ০৫ জুন শনিবার, ইসলামী শরিয়াহ ও সরকারি আইন মেনে ঢাকায় মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সরকারি বাসভবনে অ্যাডভোকেট শাম্মী আকতার মনি (৪২) এর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।


জানা গেছে, শাম্মী বিরামপুরে নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিম আলির মেয়ে। তার দুই ভাই ও এক বোন রয়েছে। শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন বিষয়টি স্বীকার করে বলেন; আমার বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকে। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে প্র্যাকটিস করছে।


আরো বলেন; শাম্মী আইন বিষয়ে পরমার্শ নিতে কিছুদিন আগে রেলমন্ত্রীর কাছে যায়। এর পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হলে পারিবারিকভাবে ৫ জুন তাদের বিয়ে হয়। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী ও কনে পক্ষ থেকে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।  

 


প্রসঙ্গত, নূরুল ইসলামের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বর মাসে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে।


শাম্মী আকতার মনির এর আগে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল। পারিবারিক সমস্যার কারণে ২০১১ সালে ডিভোর্স হয়ে যায়। ওই ঘরে একটি মেয়ে রয়েছে। এরপর থেকে মেয়েকে নিয়ে ঢাকায় থাকে তার বোন।   


নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad