ব্রেকিং নিউজ

Post Top Ad

June 11, 2021

ফেনীতে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ১জন


 

ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সদর হাসাপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের ৪৭ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজাসহ ১জন কে আটক করা হয়।


আটককৃত ব্যাক্তি হলেন; মো. রিয়াদ হোসেন (২৬) সদর উপজেলার বরইয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে।


আজ শুক্রবার (১১ জুন) বিকেল ৫টার দিকে শহরের সদর হাসাপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে রিয়াদ কে আটক করা হয়।


র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান জানায়; গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পাই ফেনী মডেল থানাধীন সদর হাসাপাতাল মোড় এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। পরে বিকেল ৫টায় র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আটক রিয়াদ হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক রিয়াদকে জিজ্ঞাসাবাদ করে তার নিজ দখলে থাকা দু’টি বস্তা তল্লাশি করে ৪৭ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।  


উদ্ধার করা মাদক ও আটক রিয়াদকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

No comments:

Post a Comment

Post Top Ad