ব্রেকিং নিউজ

Post Top Ad

June 17, 2021

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযান, ১৩ জন দালাল আটক



অনলাইন ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে র‍্যাব অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে। র‍্যাব জানায় আটককৃতরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল। 


বৃহস্পতিবার (১৭ জুন) আজ বেলা ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে ১৩জনকে আটক করা হয়।



আটককৃতরা হলেন, নগরীর চরপাড়ার এনায়েত কবির (৪২), মনোয়ার হোসেন (৩৭), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭) ও মাসুদুল করিম, দিঘারকান্দার ফিরোজ মিয়া (৫০), মাসকান্দার আলাল উদ্দিন (৬০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪০), সদরের সিরতা আলা উদ্দিন (৫৫), বাঘমারার টুটুল আহমেদ শরীফ (৩৭), সদরের বোররচরের সোহেল মিয়া (৩১), কালীবাড়ির আলমগীর হোসেন (৪২) ও বড়ভিলার আসাদুল ইসলাম মিশু (২৭)।



র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, সম্প্রতি মমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দাললরা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। রোগীদের সরকারি ওষুধ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার নামে হাতিয়ে নেয়া হতো টাকা।


আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

No comments:

Post a Comment

Post Top Ad