রাজশাহী প্রতিনিধি: রাজশাহী গোদাগাড়ীতে মসজিদে শিশু যৌন হয়রানির অভিযোগে ইমামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মসজিদের শিশু-কিশোরদের পড়ান ওই ইমাম। কয়েক দিন আগে থেকে তার বিরুদ্ধে কয়েকজন মেয়েশিশু অশালীন আচরণ ও যৌন হয়রানির অভিযোগ তোলে এবং তারা তাদের অভিভাবকদের বিষয়টি জানায়।
অভিভাবকরা এলাকার লোকজনকে নিয়ে বৃহস্পতিবার সকালে মসজিদ ঘেরাও করে ইমামকে অবরুদ্ধ করেন। পরে গোদাগাড়ী মডেল থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ইমাম শিশুদের নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে মামলা দিয়ে আদালতে তোলা হবে।


No comments:
Post a Comment