নিজস্ব প্রতিবেদন: রংধনু সার্ভিস ডেভেলপমেন্ট লি:(এনজিও) বাঙ্গাবাড়ী শাখার আয়োজনে মহামারি করোনায় সচেতন মূলক কার্যক্রম ও ২শত মাস্ক বিতরন কর্মসূচি পালিত হয়েছে।
আজ (২৮-০৬-২১) সোমবার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে বাঙ্গাবাড়ী মেডিকেল মোড়ে ২শতাধিক মাস্ক বিতরন ও সচেতন মূলক প্রচারণা চালানো হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন; ফাতেউল ইসলাম (সোহেল), ম্যানেজার রংধনু সার্ভিস ডেভেলপমেন্ট লিমিটেড, সাইফুল ইসলাম, ক্যাশিয়ার। ফিল্ড অফিসার,সানুয়ারুল ইসলাম,সোহেল,আলমাস,শাহ্-আলম,টুটুল,আবু সাইদ ও মুখলেসুর রহমান অফিস সহায়ক।
রংধনু সার্ভিস ডেভেলপমেন্ট লিমিটেড বাঙ্গাবাড়ী শাখার ম্যানেজার,ফাতেউল ইসলাম (সোহেল) বলেন; বর্তমান মহামারি করোনা ভাইরাসে সংক্রমণের হার দিন দিন উদ্ধ গতির দিকে প্রভাবিত হচ্ছে,তাতে মানুষের চলাচল ও জিবন জিবিকার তাগিদে অনেক সমস্যা তৈরী হচ্ছে। আজকে আমাদের শাখার উদ্দ্যোগে বাঙ্গাবাড়ী বাজারে ২শত মাস্ক বিতরন ও সচেতন মূলক প্রচারণা চালিয়েছি এবং সকলকে সচেতনতায় চলাচলের জন্য অনুরোধ করেছি যাতে সংক্রমণের প্রভাব কম পরে।
ফিল্ড অফিসার আলমাস বলেন; সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতনতা অবলম্বন করুন, একে অপরের দুরত্ব বজায় রাখুন এবং মাস্ক পরিধান করুন।



No comments:
Post a Comment