অনলাইন ডেস্কঃ ধর্মীয় বক্তা আদনান ত্ব-হা ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে রংপুর ডিবি পুলিশ। তবে সেই ব্যক্তিগত কারণটা কি তা জানায়নি আইনশৃঙ্খলা বাহিনীটি।
শুক্রবার বিকেল পাঁচটায় রংপুর ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রংপুর মহানগর পুলিশের এডিসি (মিডিয়া ও ডিবি) ফারুক আহমেদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ জানান, ‘এখন পর্যন্ত তার বক্তব্য অনুযায়ী তিনি তার ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলেন। তার ব্যক্তিগত বিষয়টি আমি বলতে চাই না।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘তারা চারজন এক সঙ্গে একই বাড়িতে ছিলেন। তাদের আপাতত পুলিশি হেফাজতে রাখা হবে। সেখানে যাচাই-বাছাই করা হবে। প্রয়োজন হলে আদালতের সঙ্গে যোগাযোগ করা হবে। মামলায় যাওয়ার মত কোনো প্রমাণ এখন আমাদের কাছে আসেনি। তিনি (ত্ব-হা) স্বেচ্ছায়, ব্যক্তিগত কারণে তার দুইজন সফরসঙ্গীকে এই পরিস্থিতি থেকে বাঁচতে তাদের সহযোগিতা চেয়ে গোপনে থাকেন।’
তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে এডিসি বলেন, ‘একটা অপরাধের পেছনে দেখতে হয় তাদের খারাপ উদ্দেশ্য আছে কি না? এখন পর্যন্ত দেশকে বিব্রত বা এ সংশ্লিষ্ট কোনো বিষয় আমাদের কাছে আসেনি। এখন আমরা আপনাদের প্রাথমিক তথ্যগুলো জানাতে পারছি। কারণ মাত্র এক ঘণ্টা আগে তাকে আমরা পেয়েছি।
No comments:
Post a Comment