ব্রেকিং নিউজ

Post Top Ad

June 09, 2021

হিলিতে ট্রেনের ধাক্কায় ১ রেলওয়ে কর্মচারীর মৃত্যু

 



হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটী গামী রুপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর (৪২) নামের এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন।



আজ বুধবার বিকেল সাড়ে তিন টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর রাজশাহী জেলার সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান,হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের পারা পারের কাজ শেষ করে, দুপুরে সময় খাবার খেতে যাবার পথে রেল লাইনের পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী রুপসা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় লেগে লাইনে লুটে পড়ে। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার উপ-পরির্দশক দীনেস বাবু জানান,আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad