ব্রেকিং নিউজ

Post Top Ad

June 10, 2021

হিলি বন্দরে নেই স্বাস্থ্য পরিক্ষার ব্যবস্থা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি




চাঁপাই প্রতিদিন ডেস্ক: হিলি বন্দরে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক ও হেলপাররা, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই বন্দরে অবাধে বিচরণ করছে। এ অবস্থায় করোনার ভারতীয় ধরন ডেল্টা ছড়িয়ে পড়ার শঙ্কা দিন দিন বাড়ছে হিলিবাসীর।


করোনা ভাইরাস দিন দিন সংক্রমণ বাড়ার কারণে, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কিছুটা কমেছে।


প্রতিদিন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে হিলি বন্দরে পণ্য নিয়ে আসা ট্রাকের সংখ্যা প্রায় দুইশ। তবে, করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে দিনে সর্বোচ্চ ৮০টি ট্রাকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। কিন্তু এসব ট্রাকের চালক ও তাদের সহকারীদের শরীরের তাপমাত্রা মাপা ছাড়া বন্দরে অন্য কোন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই।


এদিকে, স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা না থাকলেও ভারতীয় চালক ও হেলপারদের ওপর নজর রাখা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা।


এ অবস্থায় বন্দরের ভেতরে ও বাইরে অবাধে ঘোরাফোরা করছেন তারা। ফলে, করোনার ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বন্দরের বেশ কয়েকজন কর্মচারী।

হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, করোনা টেস্ট করিয়ে ভারতীয় ট্রাকচালক ও সহযোগীদের বাংলাদেশে প্রবেশের কথা বলা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।


ভারতীয় চালক ও হেলপারদের করোনা পরীক্ষার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তারা।

No comments:

Post a Comment

Post Top Ad