ব্রেকিং নিউজ

Post Top Ad

July 11, 2021

বাঙ্গাবাড়ীতে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরন ও সচেতন মূলক প্রচারণা

 




নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ২নং বাঙ্গাবাড়ী ইউনিয়নে মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধ ও সচেতনতা বাড়ানোর লক্ষে (সেচ্ছাসেবী সংগঠন) ‘বাঙ্গাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন’ এর উদ্দ্যোগে মাস্ক বিতরণ ও সচেতন মূলক প্রচারণা কর্মসূচী পালিত হয়েছে।



শনিবার (১০জুলাই) বাংগাবাড়ী বাজার থেকে, লোকমান হাকিম ব্রিজ , ব্রজনাথপুর বাজার, আপা বাজার হয়ে বাংগাবাড়ী বিজিবি ক্যাম্প পর্যন্ত পথচারিদের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ ও সচেতন মূলক প্রচারণা চালানো হয়েছে।



মাস্ক বিতরণ ও সচেতন মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন; সংগঠনের উদ্দোক্তা মো: মোস্তাকিম হোসেন,সদস্য সাকিল আহমেদ, সিজার আলী, রাজিব আলী, সালমা খাতুন জুলি, নাজমুল ইসলাম, ফয়সাল আহমেদ ও আলাপ আলী ও প্রমুখ। 




‌সংগঠনের উদ্দোক্তা মোঃ মোস্তাকিম হোসেন চাঁপাই প্রতিদিন ২৪কে জানান; বর্তমান করোনা মহামারিতে অনেকের কর্মজিবন থমকে গিয়েছে,সেই সঙ্গে বেকারত্ব হয়ে পড়েছে বহু লোকজন। বর্তমান পরিস্থিতিতে করোনার সংক্রমণ দিন দিন ছুটে চলছে ঊদ্ধগতির দিকে। করোনা সংক্রমণ রোধে আমাদের হতে হবে শোচ্চার, পরিষ্কার-পরিছন্ন ও সচেতন। করোনার প্রভাব গ্রামে অংশীক কম হলেও রয়েছে সচেতনতার বড়ই অভাব। 


তিনি আরো বলেন: কিছু কিছু মানুষ সচেতনতা মানলেও, অনেকে রয়েছে ধোঁয়াশা ও অঙ্গতার গভীরে। সংক্রমণের প্রবনতা কমানোর লক্ষে,সচেতনতার আবির ভাব বৃদ্ধিকরণের জন্য আমাদের এই আয়োজন। এবং আগামীতেও আমাদের সংগঠনের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।


সংগঠনের অন্যতম সদস্য মো: সিজার আলি বলেন,সামাজিক দুরত্ব বজায় রাখবেন। মাস্ক পরিধান করবেন ও সচেতনতা অবলম্বন করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad