ব্রেকিং নিউজ

Post Top Ad

August 01, 2021

শিবগঞ্জে বোমা বিস্ফারণ, নিহত ১জন

 



নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে মাদক ব্যবসায়ীদের ২গ্রুপের পূর্ব ঝামেলার জের ধরে বোমাবাজি। বোমা হামলায় এক জন নিহত হয়েছেন ও একজন আহত হয়েছেন।


শনিবার (৩১-জুলায়) সন্ধ্যার পরে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের জঞ্জালাপাড়া নামক এক এলাকায় এ ঘটনা ঘটেছে।


বোমা হামলায় নিহত ব্যাক্তি হলেন: জঞ্জলাপাড়া গ্রামের  জিয়ারুল ইসলাম (৫৫) তিনি একজন শ্যালো মেকানিক ও আহত ব্যাক্তি মো টুকু মিয়া। দুজনেই মৃত আব্দুল গফুর আলীর ছেলে।


দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহা: আব্দুর রাজিব আলী বলেন: প্রায় ৫মাস আগে পাঁকা ইউনিয়নের মাদক ব্যবসায়ী বাবুল গ্রুপের একটি ইয়াবার চালান বিজিবি আটক করে,এবং বাবুল গ্রুপ জিয়ারুল কে চালান আটকের জন্য দায়ী করে আসছিল।


এই ঘটনার জের ধরেই শনিবার সন্ধ্যার পরে কুরাইস সহ বাবুল গ্রুপের কিছু লোক জিয়ারুলের বাড়ীর উঠানে বোমা বিস্ফারণ করে পালিয়ে যায়। বোমা বিস্ফারণের আঘাতে জিয়ারুলের একটি পাঁ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ছোট ভাই টুকু গুরুতর আহত হয়।


এ সময় আত্বিয় স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্তায় ২জন কে উদ্ধার করে চিকিৎসার জন্য নৌ পথে শিবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই বড় ভাই জিয়ারুলের মৃত্যু হয়। এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য টুকুকে রাজশাহী মেডিকেল পাঠানো হয়।

 

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন; পদ্মা নদীর ওপারে এই ঘটনা ঘটেছে এবং একজন বোমার আঘাতে মারা গিয়েছে বলে জানতে পারি। ঘটনাস্থলে দ্রুত পুলিশের সক্রিয় ফোর্স পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে। এমনকি বিগত দিনেও তাদের মাঝে ঝামেলা হয়েছে। এবং তাদের দুই গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরাদেহ উদ্ধার করে ময়না তদন্ত করা হবে এবং বোমাবাজ দের আইনের আওতায় আনা হবে।


No comments:

Post a Comment

Post Top Ad