বাংগাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন (সেচ্ছাসেবী সংস্থা) এর উদ্দ্যোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নে মাস্ক বিতরন,করোনা সংক্রমণ রোধ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন মূলক প্রচারণা হয়েছে।
৩/০৮/২০২১ইং মঙ্গলবার সকাল ১০ টার সময় বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর গ্রামীণ ব্যাংকের সামনে , শিশাটোলা বাংগাবাড়ী বাজার, বাংগাবাড়ী বিজিবি ক্যাম্প,কেতাব বাজার, আনারপুর প্রত্যন্ত অঞ্চল ভবানীপুরও শিবরামপুর সহ বিভিন্ন জায়গায় সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ,করোনা প্রতিরোধ এবং ডেঙ্গু জনসচেতন মূলক প্রচার প্রচারণা কর্মসূচী পালিত হয়েছে।
সার্বিক ভাবে সহযোগিতা করেছেন বাংগাবাড়ী মুক্ত স্কাউট গ্রুপ ও ব্রাক
সংস্থার উদ্যোক্তা মোস্তাকিম বলেন - আমরা সকলেই স্বাস্হ্যবিধি মনে চলবো, কারণ আমরা সচেতন থাকলে ভালো থাকবে আমাদের সমাজ আমাদের ইউনিয়ন।
তিনি আরো বলেন - একদিকে করোনা যেমন মহামারী আকার ধারণ করেছে কিন্তু ডেঙ্গু যেন আমাদের মধ্যে বিস্তার লাভ করতে না পারে সে দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখতে হবে।
মাস্ক বিতরন ও সচেতন মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন; সংগঠনের উদ্দ্যোক্তা মো: মোস্তাকিম,শাকিল আহমেদ,বাবর আলী বাবু, সিজার আলী, রাজিব আলী, সালমা খাতুন জুলি, নাজমুল ইসলাম, মোহাম্মদ আলী, আলাপ আলী,ইব্রাহিম, মুরাদ হোসেন, শাহী আলম, হাফিজুর . রাজিব আর ও প্রমুখ .......
No comments:
Post a Comment