ব্রেকিং নিউজ

Post Top Ad

August 10, 2021

অবশেষে ১৭দিন পর বিরল প্রজাতির কুমির গ্রামবাসীর হাতে ধরা।

 



নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ছালাম খাঁর ডাঙ্গি গ্রামে পদ্মা নদী সংলগ্ন ফালুর কুম নামে পরিচিত এক জলাশয়ে মিঠা পানির কুমির গ্রামবাসী হাতে ধরা করেছে।


এর আগে কুমিরটি উদ্ধারে জন্য বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দুই দফা অভিযান চালিয়ে তারা ব্যর্থ হয়েছে।


জানা গেছে, ২৪ জুলাই সকালে ওই জলাধারে একটি কুমির দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর ওই এলাকায় মাইকিং করে জলাধারে না নামার ব্যাপারে সতর্ক করা হয়।


সোমবার (৯ আগস্ট) বৃষ্টি হওয়ায় কুমিরটি জলাধার থেকে পাড়ে উঠে আসে কুমির টি। পরে ওই সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী সবাই মিলে মাছ ধরার বড় জাল দিয়ে কুমিরটিকে আটক করে। 


মিঠা পানির কুমিরটি ১৭ দিন পরে এলাকাবাসীর হাতে ধরা পড়ে। এবং কুমির ধরার পড়ে বন বিভাগ কে খবর দেন এলাকাবাসী।


ফরিদপুর বন বিভাগের কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি বলেন; কুমিরটি এলাকাবাসীর হাতে আটক হওয়ার খবর পেয়েছেন তিনি। কুমিরটির দায়িত্ব এখন বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।


বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, কুমিরটি নিয়ে আসার জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি দল ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছে।


কুমিরটি মিঠা পানির এবং বিরল প্রজাতির। এটি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।



No comments:

Post a Comment

Post Top Ad