হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবলিত ১৫ আগস্টের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বাউফল উপজেলার বগা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মালেক মীর ঘটনায় বাদী হয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী যুবলীগ নেতা মালেক মীর বলেন; ‘জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ছবি সংবলিত ব্যানার টাঙ্গানোর জন্য আমরা গত ৯ আগস্ট দুপুরে বগা সোনালী ব্যাংকের সামনে যাই। পোষ্টার টাঙ্গানোর সময় হঠাৎ উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও তার ছেলে দলবল নিয়ে এসে আমাদের হাত থেকে ব্যানার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এবং তা রাস্তায় ফেলে চলে য়ান। এ ঘটনার পর আমরা আবার একটি পোষ্টার নিয়ে বগা ফেরিঘাট এলাকায় পোষ্টার টাংলে একই ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের লোক জন ব্যানার ছিঁড়ে ফেলে দেন। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি অবমাননা করা হয়েছে।
মামলায় উপজেলা চেয়ারম্যানসহ তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান, বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফ ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীম উদ্দিনসহ মোট ছয়জন কে আসামি করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন; আমি নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলা দায়ের করা হয়েছে।
বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, ‘মামলার কপি পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


No comments:
Post a Comment