নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় ছেলের মৃত্যুর ৫মিনিট পরে আকস্মিকভাবে বার মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র ৫মিনিটের ব্যবধানে বাবা ছেলের আকস্মিক মৃত্যু পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায় বৃহস্পতিবার ১২-আগস্ট: সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ামাটি গ্রামের মজিদ দারোগা (৯০) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এবং তাঁর ছেলে মুজিবুর রহমান (৬৫) হঠাৎ অসুস্থ হন। অসুস্থ হবার পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে চিকিৎসারত অবস্থায় মুজিবুর রহমান মৃত্যু বরণ করেন। ছেলের মৃত্যুর এ ঘটনার মাত্র পাঁচ মিনিট পর মুজিবুর রহমানের বাবা মজিদ দারোগা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
মৃত বাবা-ছেলের ২জনকে এক সঙ্গে জানাজা পড়িয়ে দিয়ে তাদের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
নয়ামাটি গ্রামে লোকজন বলেন: বাবা ছেলের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় আমরা সমস্ত এলাকাবাসী হতভম্ভ ও আশ্চর্য। আমরা কখন কল্পনা করিনি এমন করুন একটা ঘটনা ঘটেযাবে। তাদের মৃত্যুতে আমরা সমস্ত গ্রামবাসী শোকাহত।
No comments:
Post a Comment