ব্রেকিং নিউজ

Post Top Ad

August 13, 2021

রাজধানীতে চাকুরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: র‍্যাবের হাতে ৪জন গ্রেফতার

 



বাংলাদেশে বেকারত্ব একটি বড় সমস্যা। এবং দেশে হাজার হাজার বেকার একটি চাকুরির জন্য দিন রাত আপ্রাণ চেষ্টা করে চলেছে। আর বেকারত্বদের এই অসহায়ত্বের সুযোগ টা কাজে লাগাচ্ছে কিছু অসাধু চক্র। ভুয়া চাকুরির বিজ্ঞাপনের ফাদে পাঁ দিয়ে হাজারও বেকার প্রতারিত হচ্ছে।


(১১-আগস্ট) বুধবার- সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় ৪সদস্য কে সন্ধ্যায় গাজীপুরের দিঘির চালা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো‑ মো. হাবিবুর রহমান হৃদয় (২৩), বিভাস চন্দ্র দাশ (২৪), মাজহারুল ইসলাম (২৩), মো. অমি মিয়া (২০)।


গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮ সেট জীবন বৃত্তান্ত ফরম, বিভিন্ন নামে পূরণকৃত ৪টি নিয়োগ ফরম, ৪টি খালি নিয়োগ ফরম, ৭টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ডসহ নগদ ৩২০০ টাকা উদ্ধার করা হয়।


(১২ আগস্ট) বৃহস্পতিবার- রাতে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার সাংবাদিকদের বলেন; অনলানই নিউজ প্রোটাল সহ ফেসবুকে ভুয়া চাকুরির বিজ্ঞাপন দিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে শিক্ষিত বেকার যুবকদের এই চক্রটি প্রতারণা করে আসছিল।


তিনি আরো বলেন; গ্রেফতারকৃত ৪জন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রটি চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে লোকজনের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃত আসামিরা এ ধরনের প্রতারণার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।


No comments:

Post a Comment

Post Top Ad