দেশে এই প্রথম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর প্রশিক্ষিত ১নারী সদস্য গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গত (২৬আগস্ট) বৃহস্পতিবার: রাজধানীর বাড্ডা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার এক আত্মীয় বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সিমকার্ড ও মেমোরিকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।‘আনসার আল ইসলামের’ মিডিয়া শাখায় অর্থাৎ জঙ্গিবাদের প্রচার প্রচারণার দায়িত্ব পালন করতেন তিনি। তবে সামরিক শাখার সঙ্গেও তার যোগাযোগ ছিল।
তার নাম জোবাইদা সিদ্দিকা নাবিলা। এবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল।
(২৯আগস্ট)রোববার: দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন: সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জঙ্গি সদস্য নাবিলা জানান, ২০২০ সালে ফেসবুকে ‘আনসার আল ইসলাম’ এর অফিসিয়াল ফেসবুক পেজ ‘তিতুমীর মিডিয়া’র খোঁজ পায়। সেখানে সে ওই পেজে যুক্ত হয়ে আনসার আল ইসলামের বিভিন্ন উগ্রবাদী ভিডিও, অডিও এবং আর্টিকেল সম্পর্কে ধারণা পায় এবং তাদের মতাদর্শ নিজের ভেতরে লালন করতে শুরু করে।
নাবিলার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে। আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান তিনি।


No comments:
Post a Comment