ব্রেকিং নিউজ

Post Top Ad

August 30, 2021

বাঙ্গাবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যালয়ের উদ্বোধন ও শোক দিবসের আলোচনা সভা

 


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে ‘বাঙ্গাবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ কার্যালয়ের শুভ উদ্বোধন ও ১৫ই আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ৩০ আগস্ট বিকেলে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী তেলিপাড়া বাজারে এই কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্টে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো মাইনুল ইসলাম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাশারুল ইসলাম জিকেন।


এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান,জেলা পরিষদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক আশরাফুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বোয়ালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শামিউল আলম শ্যামল।


আরো উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ।


সবশেষে ১৫ আগস্টে নিহত জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad