ব্রেকিং নিউজ

Post Top Ad

August 07, 2021

শিবগঞ্জে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক ৩জন- চাঁপাই প্রতিদিন২৪

 




চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের নলডুবরি গ্রামে অভিযান পরিচালনা করা হয়।


০৬-০৮-২১ (শনিবার): শিবগঞ্জের নলডুবরি গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম। তথ্য সুত্রের ভিত্তিতে অভিযানে মাদক কারবার করার সময়, ৩জন কে আটক করেন গোয়েন্দা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ভারতের নিষিদ্ধ ঘোষিত ১৫০ বোতল ফেন্সিডিল ও সার উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন: ০১। মৃত নেছ মাহমুদের ছেলে রফিকুল ইসলাম(৩৫), ০২। মহবুল আলমের ছেলে কাওসার আলি(১৯)। দুজনের বাড়ী শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের নামো চাকপাড়া গ্রামে। ০৩। হাসান আলীর ছেলে সোহেল রানা(২৮) শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের বাসিন্দা।

উভয় আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


তথ্যসূত্র: চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ।

https://www.facebook.com/514027915454527/posts/1687594988097808/


No comments:

Post a Comment

Post Top Ad