চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে,মাদক সেবনের দায়ে ৪ জনকে আটক ও ভ্রাম্যমান আদালত দারা সাজা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮আগস্ট) উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের হোগলা (কালীতলা) থেকে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির এ সাজা প্রদান করেন।
অভিযানে সাজাপ্রাপ্তরা হলেন: ওই ইউনিয়নের নয়াদিয়ারী গ্রামে মৃত মারফত আলীর ছেলে তাবারুল (৪৫) কে ১৫ দিন ও নগদ অর্থদন্ড ১ হাজার টাকা অনাদায়ে ৫ দিন, সাইফুদ্দিনের ছেলে ইসরাফিল হক (৬০) কে ১ মাস ও নগদ অর্থদন্ড ১ হাজার টাকা অনাদায়ে ৫ দিন, ও হোগলা গ্রামের বিজয় হলদারের ছেলে প্রদীপ (২৬) কে ৪৫ দিন ও নগদ অর্থদন্ড ১ হাজার টাকা অনাদায়ে ৫ দিন ও শুকমার রায়ের ছেলে তপন (৩০) কে ১ মাস ও নগদ অর্থদন্ড ১ হাজার টাকা অনাদায়ে ৫ দিন সাজা দেয়া হয়।

No comments:
Post a Comment