গোমস্তাপুর: এমরান আলী বাবু: “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এমন শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে কোভিড ১৯ (করোনাভাইরাস) এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত এসএমই প্রণোদনা (ঋণ ) বিতরন করা হয়েছে।
আজ (১৮আগস্ট) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গোমস্তাপুর উপজেলা বিআরডিবি’র হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এই ঋণ বিতরন অনুষ্ঠান পরিচালনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও ঋন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন,গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, গোমস্তাপুর ইউ সি সি এ লিঃ এর সভাপতি জিয়াউল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও প্রমূখ।
এসম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন: ঋণ বিতরন অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলার মোট ৯ জন উদ্যোক্তাকে এ ঋণ দেয়া হয়েছে। বর্তমান সরকারের অবিরাম উদ্যোগ ও প্রচেষ্টার অংশ হিসেবে ক্ষুদ্র শিল্প খাতে চলমান সংকট
No comments:
Post a Comment