অবশেষে সাত পাকে বাধা পড়লেন বাংলাদেশের নেট দুনিয়াতে তোলপাড় ও বহুরুপি ট্রলের (সি নট ফর মাইন্ড) ডাইলগের ভাইরাল শ্যামল দত্ত। তিনি এখন ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’। তার বিয়ের বেশ কয়েটি ছবি ফেসবুক ভাইরাল হয়,এবং বিয়ের ছবি দেখে অনেকে নব দম্পতিকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে বিয়ের পিঁড়িতে বসেন নেট দুনিয়ায় ভাইরাল শ্যামল দত্ত। ‘হ্যাভ অ্যা রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে ভাইরাল হয় এই কতিথ ডাইলগ। বর্তমানে দেশের নেটিজেনদের কাছে, শ্যামল দত্ত নামটা আর অপরিচিত নয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা এলাকার নেপাল রায়ের ছেলে শ্যামল রায় বিয়ে করেছেন রংপুরের জেলার মিঠাপুকুর উপজেলার পুঁটিমারী গ্রামের দীলিপ রায়ের মেয়ে দীপা রানীকে।
সম্প্রতি গাইবান্ধার বামনডাঙ্গা রেল স্টেশনে শ্যামল দত্তের একটি ভিডিও ভাইরার হয় নেট দুনিয়ায়। ভিডিওতে যেখানে শ্যামল বলেন; কারিনা কাপুর,শাবনূরের সঙ্গে বিয়ের কথা তুললেও সে তাদের বিয়ে করতে চাননি। এমনকি তিনি বলেন, তার অনেক কাজ বিয়ে করার জন্য তার হাতে সময় নেই। অবশেষে তিনি সে কাজটি সেরে ফেললেন।
স্থানীয়র বলেন; বিয়ের দিনও শ্যামল সবার আবদার পূরণ করেন, যেই কিছু শুনতে চান খুশি মনে শ্যামল তাকে সেটাই শুনিয়েছেন। তার বিয়ের পিঁড়িতে বসার আগে মহুত্বেও অনেকে তাকে ঘিরে ধরে এবং অনেক পোজে ছবি তুলেন। শুধু তাই নয় বিয়ের আসরেও কয়েকজন ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে উঠলে শ্যামল হাসিমুখেই বলেন ‘সি ইউ নট ফর মাইন্ড’।
ভাইরাল শ্যামলের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন,মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল জব্বার । তিনি বলেন হিন্দু ধর্মিও বিধী অবলম্বন করে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে।
No comments:
Post a Comment