ব্রেকিং নিউজ

Post Top Ad

August 15, 2021

গোমস্তাপুরে এক যুবকের আত্মহত্যা

 



চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় এক যুবকের গলায়দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত যুবক মোরশালিন (২২) উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর মহাজনটোলা গ্রামের শুকুর উদ্দিনের ছেলে।



শনিবার (১৪আগস্ট) দিবাগত রাতে প্রায় ১.৩০মিনিটের দিকে পরিবারিক কলহের জেরে তাঁর মা ও বউ এর সাথে বকাবকি হয়। রাতে সবাই ঘুমিয়ে গেলে মৃত যুবক মোরশালিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।



তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন; বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাসির উদ্দিন। 


মৃত যুবকের খালাতো ভাই মতিউর বলেন; আমার ভাই মোরশালিন কাল সন্ধা ৮টার পরে বাড়ী আসেন। বাড়ী আসার পরে বাড়ীতে বউ ও তার মায়ের সাথে পরিবারির সমস্যার কারনে অনেক ঝগড়া হয়। রাত গভীর হলে সবাই আপন আপন ঘুমাতে যায়। মোরশালিন আলাদে এক ঘরে ও তার বউ আর বাচ্চা আলাদা ঘরে ঘুমায়। গভীর রাতে মোরশালিন বউ ঘর থেকে বের হয়ে অন্য ঘরে ঢুকলে দেখে তার স্বামী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। 



মৃত মোরশালিনের বাবা বলেন; গভীর রাতে আমার ছেলের বউ হঠাৎ চিল্লাপাল্লা শুরু করে। আমরা সবাই ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আর নেই,ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। দ্রুত আমরা এলাকার লোকজন কে ডাকাডাকি শুরু করি।



এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন; সকালে আমাদের মুঠোফোনের মাদ্ধমে আত্মহত্যার ঘটনা জানানো হয়েছে। এবং আমরাও খবর নিয়ে বিষয় টি নিশ্চিত হয়। পারিবারিক কলহ কারণে এ আত্মহত্যা ঘটেছে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশের টি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে এখন কোন মামলা হয়নি।



No comments:

Post a Comment

Post Top Ad