![]() |
দম্পতি আসাদুল ও হাফিজা, খুসিতে ছেলের নাম রাখলেন শেখ মুজিবুর রহমান। |
যশোরের বেনাপোল পুটখালী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে আনন্দে আত্মহারা বালুন্ডা গ্রামের আবু তাহেরের মেয়ে হাফিজা বেগম। এমনকি প্রধানমন্ত্রীর উপহারের ঘরে জন্ম নেওয়া বাচ্চার নাম রাখলেন ‘শেখ মুজিবুর রহমান’।
জানা যায় বেনাপোলের পাটবাড়ি গ্রামের ছেলে আসাদুল হকের বিয়ে হয় পাশের বালুন্ডা গ্রামের তাহিরের মেয়ে হাফিজার। পারিবারিক অসচ্ছলতার কারণে কয়েক বছর ধরে ঘরজামাই ছিলেন আসাদুল।
হাফিজা বলেন; প্রধানমন্ত্রী আমাদের জমিসহ পাকাঘরে থাকার সুযোগ করে দিয়েছে। আমরা অনেক খুশি আর এই নতুন ঘরে আমার সন্তান জন্ম নিলো তাই আমি প্রধানমন্ত্রীর বাবার নামে আমার ছেলের নাম রাখলাম। আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি যেন প্রধানমন্ত্রী সুস্থ্য থাকে। আল্লাহ্ যেন তাকে হাজার বছর আমাদের মাঝে বাঁচিয়ে রাখে।
পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামানের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর পান আসাদুল।
No comments:
Post a Comment